শিরোনাম

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : মেলবোর্নে বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়ে যাওয়ায় সিডনি টেস্টের আগে একটি করে বিগ ব্যাশ লিগ (বিবিএল) ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বো ওয়েবস্টার ও জশ ইংলিসকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওয়েবস্টার সোমবার হোবার্টে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন। অন্যদিকে ইংলিস মঙ্গলবার সিডনিতে সিডনি থান্ডারের বিপক্ষে পার্থ স্কোরচার্সের প্রতিনিধিত্ব করবেন।
এরপর দুজনই ৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের প্রস্তুতির জন্য আবার টেস্ট দলে যোগ দেবেন।
ওয়েবস্টার এখনো অ্যাশেজে খেলেননি, তবে ক্যামেরন গ্রিন ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় এসসিজি টেস্টে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ইংলিস ব্রিসবেন ও অ্যাডিলেড টেস্টে খেললেও ভালো শুরুগুলো বড় ইনিংসে রূপ দিতে না পারায় এমসিজি টেস্টের দলে ছিলেন না।
এর আগে অ্যাডিলেডে দেরিতে দলে ফেরা উসমান খাজাকে মিডল অর্ডারে রাখার সিদ্ধান্ত নেওয়ায় ইংলিস বাদ পড়েছিলেন। অসুস্থ স্টিভেন স্মিথের বদলে খাজা ওই টেস্টে সুযোগ পেয়ে ৮২ ও ৪০ রানের ইনিংস খেলেন, ফলে একাদশে থাকার দাবিও জোরালো হয়।
চতুর্থ ও পঞ্চম টেস্টের মাঝের সময়ে আর কোনো টেস্ট খেলোয়াড়কে বিবিএল খেলতে ছাড়া হয়নি। তবে অ্যাশেজ শেষ হলে দলের বেশ কয়েকজন সদস্য নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
স্টিভেন স্মিথ সিডনি সিক্সার্সের হযয়ে খেলতে পারেন, আর মিচেল স্টার্ক ১১ বছর পর প্রথমবারের মতো বিবিএলে নামার সম্ভাবনা রয়েছে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া স্টার্ক অস্ট্রেলিয়ার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় নেই এবং বিবিএলের পর বিশ্রাম নিয়ে ভারতীয় প্রিমিযয়ার লিগে (আইপিএল) যাওয়ার সম্ভাবনাই বেশি।
হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যার কারণে পুরো অ্যাশেজ মিস করা জশ হ্যাজেলউড বিশ্বকাপের আগে নিজের ফিটনেস প্রমাণে বিবিএলকে ব্যবহার করতে পারেন।
সিডনি থান্ডারের তারকা খেলোয়াড়ের তালিকায় থাকা প্যাট কামিন্স সুযোগ থাকলে দলে যোগ দিতে পারেন, তবে অ্যাডিলেডে ফেরার পর শেষ দুই টেস্টের জন্য বিবেচনায় না থাকায় তার খেলার সম্ভাবনা কম।
উসমান খাজা ও মারনাস লাবুশেন ব্রিসবেন হিটের হয়ে খেলতে পারেন। পাশাপাশি টেস্টে কোনো সমস্যা না হলে মাইকেল নেসারও ফিরতে পারেন। ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারির অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দেওয়ার সম্ভাবনা রযয়েছে, ক্যামেরন গ্রিন পার্থ স্কোরচার্সে এবং শেষ টেস্টের পর ঝাই রিচার্ডসনও একই দলে ফিরতে পারেন।
কয়েকজন প্রান্তিক খেলোয়াড়ও বিবিএলে খেলতে পারেন, তাদের মধ্যে রয়েছেন জেক ওয়েদারাল্ড (হোবার্ট হারিকেনস), স্কট বোল্যান্ড (মেলবোর্ন স্টারস) এবং ব্রেন্ডান ডগেট (মেলবোর্ন রেনেগেডস)।
এ মৌসুমের সূচির কারণে অস্ট্রেলিয়ান টেস্ট খেলোয়াড়দের জন্য বিবিএলের শেষভাগে খেলার একটি বিরল সুযোগ তৈরি হয়েছে।
তবে আগামী বছর এমন সুযোগ থাকবে না, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর জানুয়ারিতে অস্ট্রেলিয়া পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারতে সফর করবে।