বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ২০:৩৪

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া নারী বি দলের কোচের মৃত্যু

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ভ্যালেন্সিয়ার নারী বি দলের কোচ ফার্নান্দো মার্টিন ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে পরিবারের আরও তিন সদস্যসহ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাবটি।

ভ্যালেন্সিয়া সিএফ এক বিবৃতিতে বলেছে, “স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌদুর্ঘটনায় ভ্যালেন্সিয়া সিএফ নারী বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তান মৃত্যুবরণ করেছেন। এই খবরে আমরা গভীরভাবে শোকাহত।

এই অত্যন্ত কঠিন সময়ে ক্লাব তার পরিবার, বন্ধু এবং ভ্যালেন্সিয়া সিএফ, ভ্যালেন্সিয়া সিএফ নারী ও ভিসিএফ একাডেমির সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছে।”

ইন্দোনেশিয়া ও স্পেনের কর্তৃপক্ষ শনিবার জানায়, জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজো দ্বীপের কাছে পাদার আইল্যান্ড প্রণালীতে শুক্রবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে ১১ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেলে মার্টিন ও তার তিন সন্তান নিখোঁজ হন।

এলাকায় ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মিশন সমন্বয়কারী ফাথুর রহমান রোববার সকালে জানিয়েছেন অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

রিয়াল মাদ্রিদ ৪৪ বছর বয়সী মার্টিনের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে। তিনি স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবলে সাবেক খেলোয়াড় ছিলেন এবং এ বছর ভ্যালেন্সিয় নারী বি দলের কোচ হিসেবে নিয়োগ পান।

এসএআর এক বিবৃতিতে জানিয়েছে, মার্টিনের স্ত্রী ও এক কন্যা, পাশাপাশি চারজন নৌকাকর্মী এবং একজন পর্যটক গাইডকে উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই নিরাপদ রয়েছেন।