বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩

চট্টগ্রামের হাত ধরে বিপিএলে ফিরছেন সাদমান

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ২০১৯-২০ মৌসুমের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ব্যাটার সাদমান ইসলাম। 

বিপিএলের ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালস দলে সুযোগ পেয়েছেন সাদমান। টেস্ট বিশেষজ্ঞ খেলোয়াড় হিসেবে পরিচিতি থাকলেও সম্প্রতি সংক্ষিপ্ত ভার্সনে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। 

জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে ১৫১.১৮ স্ট্রাইক রেটে ১৯২ রান করেছেন সাদমান। বরিশাল বিভাগের বিপক্ষে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

এছাড়াও, ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অগ্রণী ব্যাংকের হয়ে ১১ ম্যাচে ৪৬৯ রান করেছিলেন সাদমান।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের পরও বিপিএল নিলামে অবিক্রীত ছিলেন সাদমান। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর দুই দিন পর সাদমানের সাথে চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস।

এর আগে ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলেছেন সাদমান। আগামী ৩০ ডিসেম্বর তার দলে যোগ দেওয়ার কথা রয়েছে।

সাদমান ছাড়াও বিদেশি তিন ক্রিকেটারের সাথে চুক্তিবদ্ধ করেছে চট্টগ্রাম। তারা হলেন- পাকিস্তানের আসিফ আলী, আমের জামাল এবং হাসান নওয়াজ।

দলে না থাকায় নিজেদের প্রথম ম্যাচে মাত্র দু’জন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামিয়েছিল চট্টগ্রাম। পাকিস্তানের মির্জা তাহির বেগ এবং আফগানিস্তানের মাসুদ গুরবাজকে নিয়ে মাঠে নেমেছিল তারা। ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৫ রানে জয় পেয়েছিল চট্টগ্রাম।

চট্টগ্রাম রয়্যালস দল :

সরাসরি চুক্তিতে : শেখ মাহেদি, তানভীর ইসলাম, মির্জা তাহির বাগ, আসিফ আলী, হাসান নাওয়াজ, আমের জামাল, সাদমান ইসলাম।।

নিলাম থেকে : নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর।