শিরোনাম

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পেলেন সাবেক পেসার ব্রেট লি।
আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সিএ লিখেছে, ‘জয়ের মানসিকতার প্রতীক, বল হাতে ঝড় তোলা এবং সব ফরম্যাটেই প্রকৃত বিনোদন দাতা। অস্ট্রেলিয়ার ক্রিকেটের হল অব ফেমের নতুন সদস্য এখন ব্রেট লি।’
অস্ট্রেলিয়া ক্রিকেটের হল অব ফেমে জায়গা পেয়ে গর্বিত লি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে লি বলেন, ‘আমার কাছে ১৬০ কিমি/ঘণ্টায় বল করা, যেকোনো উইকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই দল সবার আগে। তাই দল বিবেচনায় প্রথমে আসে ২০০৩ বিশ্বকাপ জয়, টানা ১৬টি টেস্ট জয়।’
গতির জন্য জনপ্রিয় ছিলেন লি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৬১.১ কিলোমিটার (ঘণ্টায়) গতির ডেলিভারি করেছেন তিনিই।
১৯৯৬ সাল থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমের রীতি। লির আগে পুরুষ ও নারী মিলিয়ে ৬০জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হল অব ফেমে জায়গা পেয়েছেন। এরমধ্যে আছেন ডন ব্রাডম্যান, ডেনিস লিলি, স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়াহ, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন ও রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটাররা।
১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে খেলেছেন লি। টেস্টে ৭৬ ম্যাচে ৩১০ উইকেট, ২২১ ওয়ানডেতে ৩৮০ উইকেট এবং ২৫ ম্যাচে ২৮ উইকেট শিকার করেন তিনি।