শিরোনাম

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন আফগানিস্তান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।
সিলেটের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় ওমরজাই বলেন, ‘আমি ঘোষণা করছি, চলমান বিপিএলে সিলেটের হয়ে খেলব।’
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন ২৫ বছর বয়সি ওমরজাই। আইপিএল, বিগ ব্যাশ, এসএ টি-টোয়েন্টি, আইএলটি২০, পিএসএল এবং অন্যান্য জনপ্রিয় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে তার।
এখন পর্যন্ত ১৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩.৫২ স্ট্রাইক রেটে ১ হাজার ৮৪৪ রান এবং ৮.৩৬ ইকোনমি রেটে ১৪৯ উইকেট নিয়েছেন ওমরজাই।
চলতি বিপিএলে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ১টি করে জয় ও হারের স্বাদ পেয়েছে সিলেট।