শিরোনাম

সিলেট, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : সিলেটে বিপিএল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে দুই দলের ম্যাচ শুরুর ঠিক আগে মাঠে হার্ট অ্যাটাক করেন জাকি। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ মাঠে আনা হয়।
স্টেডিয়াম মসজিদের ইমাম মো. আলী হোসেন জাহেদের ইমামতিতে জানাজায় অংশ গ্রহণ করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, রাহাত সামস, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক অধিনায়ক রকিবুল হাসানসহ বিসিবি কর্মকর্তা, খেলোয়াড়, সাংবাদিক ও সহকর্মীরা।
জানাজা শেষে জাকির মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দেয় তাঁর পরিবার।
আশির দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার ছিলেন মাহবুব আলী জাকি। পেসার হিসেবে পরিচিতি ছিল তাঁর। জাতীয় চ্যাম্পিয়নশিপে কুমিল্লার হয়ে খেলেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগেও বিভিন্ন দলের হয়ে খেলেছেন এই পেসার।
খেলোয়াড় জীবন শেষ করে কোচিংয়ে যোগ দেন মাহবুব। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পান। এরপর দেশের পেস বোলিং কোচ হিসেবে সুনামও কুড়িয়েছেন তিনি। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন মাহবুব।
মাহবুবের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।