বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৩

যশোরে কিউট জেলা হ্যান্ডবল লিগে ঘোপ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং  যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত কিউট যশোর জেলা হ্যান্ডবল লিগের পুরষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঘোপ ক্রীড়া চক্র।

যশোর জেলার শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আজ আব্দুস সাত্তার স্মৃতি সংসদকে ৩২-২৫ হারিয়ে তারা শিরোপা ঘরে তোলে। ঘোপ ক্রীড়া চক্রের খেলোয়াড় এরিকশনের হাতে উঠে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

অপরদিকে নারী বিভাগের ফাইনালে মোহ সেনা অলি আহম্মেদ স্মৃতি সংসদ ৯-৫ গোলে রয়েল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রয়েল স্পোর্টিং ক্লাবের মিথিলা সেরা নির্বাচিত হয়েছেন।  

ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী লায়ন্স মোস্তফা কামাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব ও জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী সাঈদ আহমেদ, হ্যান্ডবল প্রশিক্ষক হাসানুজ্জামান, ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিক উজ্জামান এবং প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মাহতাব নাসির পলাশ।