বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১৮

নীলফামারীতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

নীলফামারী, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : নীলফামারী জেলায় আজ থেকে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে নীলফামারী উচ্চ বিদালয় মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতার জন্য বাছাইকৃত ৩০জন ক্ষুদে ফুটবলার প্রশিক্ষণে অংশ নেয়। এর আগে ছয়টি ফুটবল দলের ৬৬ জনের মধ্য থেকে ওই ৩০ জনকে বাছাই করা হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ৩০ জনের মধ্য থেকে সেরা পাঁচ জনকে মনোনয়ন দেয়া হবে বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায় থেকে একটি দল তৈরি করে জাতীয় পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবলে অংশ নেবে। বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে অনূর্ধ্ব-১৪ (বালক) বয়সী খেলোয়াড়রা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।