বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:০১

বিপিএল মিশন শুরু করতে সিলেটে পৌঁছেছে রংপুর

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করতে আজ সিলেটে পৌঁছেছে শিরোপা প্রত্যাশী রংপুর রাইডার্স।

টুর্নামেন্টের অন্য পাঁচটি দল ইতোমধ্যেই বিপিএলে খেলা শুরু করেছে। কিছু দল দ্বাদশ আসরের প্রথম দু’দিনে দু’টি ম্যাচও খেলেছে।

আগামীকাল সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে রংপুর।

প্রতি বছরই বিপিএলের মঞ্চে শক্তিশালী দল গঠন করে থাকে রংপুর। যদিও ২০১৭ সাল থেকে বিপিএল শিরোপা জিততে পারেনি তারা।

তবে এবারের মৌসুমের শুরু থেকে বিদেশী খেলোয়াড়দের পাওয়ায় ভাল পারফরমেন্স করার ইঙ্গিত দিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি বলেন, ‘সবসময়ই বিদেশী খেলোয়াড়দের যাওয়া-আসা নিয়ে সমস্যা হয়ে থাকে। পুরো দল পাওয়া যায় না। এ বছর আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে একটি দল হিসেবে খেলার আশা করি।’

তিনি আরও বলেন, ‘যখন দলে বারবার পরিবর্তন আসে তখন দলের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তাই আমাদের মূল লক্ষ্য হলো একটি দল হিসেবে খেলা।’