বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:০১

ঢাকাকে ১৩৩ রানের টার্গেট দিল রাজশাহী

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে জয়ের জন্য ১৩৩ রানের টার্গেট দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান করেছে রাজশাহী।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী। ঢাকার স্পিনার ইমাদ ওয়াসিমের বলে সাজঘরে ফিরেন শাহিবজাদা ফারহান। 

এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ হাসানের সাথে ৩৯ ও ইয়াসির আলিকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তানজিদ ২০ ও ইয়াসির ১৩ রানে ফেরার পর সাজঘরের পথ ধরেন গতকাল সিলেট টাইটান্সের বিপক্ষে অপরাজিত ১০১ রান করা শান্ত। এবার ২টি করে চার-ছক্কায় ২৮ বলে ৩৭ রান করেন তিনি। 

দলীয় ৭৮ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর আর কোন বড় জুটি না হওয়ায় ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানের মামুলি সংগ্রহ পায় রাজশাহী। 

পরের দিকে মুশফিকুর রহিম ২৪ ও মোহাম্মদ নাওয়াজ অপরাজিত ২৬ রান করেন। 

ইমাদ ৩টি ও নাসির হোসেন ২টি উইকেট নেন।