বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:২১

সিলেটে বিপিএল চলাকালে আটক ৬

সিলেট, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসর শুরুর দিনে বিভিন্ন অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। আজ বিকেলে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ চলাকালে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে টিকিট কালোবাজারি, দেয়াল টপকে স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা এবং দর্শক নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা কিংবা বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, শুধু টিকিট কালোবাজারির অভিযোগেই নয়, দর্শক নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার চেষ্টাসহ আরও কিছু অনিয়মের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তারা এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। রাতে নোয়াখালি এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস-এর ম্যাচ শেষে বিসিবি যে সিদ্ধান্ত দেবে, সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে।