শিরোনাম

ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা হয়।
‘আলোর খোঁজে পাঠাগার’-এর উদ্যোগে দিনব্যাপী ফুটবল, কাবাডি, দড়ি খেলা, বিস্কুট খেলা, মেয়েদের বালিশ খেলা, হাঁড়ি ভাঙা এসব খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে শুক্রবার বিকেলে সগুনা এলাকার ছিট হেলকুন্ড এলাকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, আলোর খোঁজে পাঠাগারের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ট্রেইনার ওয়াসেক বিল্লাহ।
এছাড়াও এলাকার সকল কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।