বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫

শান্তর সেঞ্চুরিতে জয় দিয়ে বিপিএল শুরু রাজশাহীর

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসর শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স।

আজ থেকে শুরু হওয়া বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট টাইটান্সকে। শান্তর ব্যাট থেকে আসে ১০১ রানের অনবদ্য ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা সিলেটকে ৪ ওভারে ৩৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। পঞ্চম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন সাইম। ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন পাকিস্তানের সাইম। তিন নম্বরে নেমে ২০ রানে আউট হন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই।

দলের রান ১শ পার করে আউট হন রনি। ৪টি চারে ৩৪ বলে ৪১ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

১০৪ রানে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ঝড় তোলেন ইমন ও আফিফ হোসেন। চতুর্থ উইকেটে ৪১ বলে ৮৬ রান যোগ করে সিলেটকে বড় সংগ্রহ এনে দেন তারা।

মাত্র ২৮ বলে নবম হাফ-সেঞ্চুরি করা ইমন শেষ পর্যন্ত ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৬৫ রান করেন ইমন।

১৯ বলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩৩ রানে থামেন আফিফ।

রাজশাহীর হয়ে নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচানে ২টি, বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন।

জবাবে দলীয় ১৯ রানে ওপেনার পাকিস্তানের শাহিবজাদা ফারহানকে হারায় রাজশাহী। ১৯ বলে ২০ রান করেন তিনি। বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান। ১০ রানে থামেন তানজিদ।

৬২ রানে ২ উইকেট পতনের পর সিলেট বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ৭১ বলে অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটি গড়ে ২ বল বাকী থাকতে রাজশাহীর জয় নিশ্চিত করেন তারা।

এরমধ্যে ৫৮ বলে ঘরোয়া টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন শান্ত। ১০টি চার ও ৫টি ছক্কায় ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।

৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে অনবদ্য ৫১ রান করেন মুশফিক। ম্যাচ সেরা হন শান্ত।

সিলেটের খালেদ আহমেদ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।