বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮

ফুটবলের ‘পিকাসো’ জন রবার্টসন মারা গেছেন

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : স্কটল্যান্ড এবং নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি উইঙ্গার জন রবার্টসন মারা গেছেন। সাবেক এই স্কটিশ উইঙ্গারের বয়স হয়েছিল ৭২ বছর।

ফুটবল ইতিহাসের অন্যতম বর্ণিল চরিত্র রবার্টসনের মৃত্যুর খবর বৃহস্পতিবার নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি ও প্রিয় বন্ধু জন রবার্টসন আর নেই। আমাদের ক্লাবের সত্যিকারের মহান খেলোয়াড় এবং ডাবল ইউরোপিয়ান কাপ জয়ী জনের অতুলনীয় প্রতিভা, বিনয় এবং নটিংহ্যাম ফরেস্টের প্রতি তার অটল নিবেদন কখনোই ভোলা যাবে না।’

রবার্টসনের ফুটবলে মুগ্ধ হয়ে তার নাম ‘আমাদের খেলার পিকাসো’ দিয়েছিলেন প্রয়াত ইংলিশ কোচ ব্রায়ান ক্লাফ। পরবর্তীতে এই নামেই পরিচিত হয়ে ওঠেন রবার্টসন।

১৯৫৩ সালে স্কটল্যান্ডের ল্যানার্কশায়ারে জন্ম গহণ করেন রবার্টসন। ১৯৭০ সালে মাত্র ১৭ বছর বয়সে নটিংহ্যামে যোগ দেন তিনি।

১৯৭০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত নটিংহ্যামের হয়ে ৩৮৬টি ম্যাচ খেলে ৬১ গোল করেন রবার্টসন। ১৯৮৩-৮৫ সালে ডার্বিতে দুই মৌসুম খেলে আবারও নটিংহামে ফিরে এক মৌসুম খেলেন রবার্টসন। ১৯৮৫-৮৬ মৌসুমে ১১ ম্যাচ খেলেন তিনি।

এছাড়া জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচ খেলে ৮ গোল করেন রবার্টসন। যার মধ্যে ১৯৭৮ ও ১৯৮২ সালের বিশ্বকাপও ছিল।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশাতে যোগ দেন রবার্টসন। সহকারী কোচ হিসেবে লেস্টার সিটি, সেল্টিক ও অ্যাস্টন ভিলার মতো বড় ক্লাবে কাজ করেছেন তিনি।