শিরোনাম

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসব আয়োজনের পর বিপিএলের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান করেছে সিলেট টাইটান্স।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ওভারে ৩৬ রানের সূচনা করেন সিলেটের দুই ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। পঞ্চম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন সাইম। ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন পাকিস্তানের সাইম। তিন নম্বরে নেমে ২০ রানে আউট হন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই।
দলের রান ১শ পার করে আউট হন রনি। ৪টি চারে ৩৪ বলে ৪১ রান করেন এই ডান-হাতি ব্যাটার।
১০৪ রানে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ঝড় তোলেন ইমন ও আফিফ হোসেন। চতুর্থ উইকেটে ৪১ বলে ৮৬ রান যোগ করে সিলেটকে বড় সংগ্রহ এনে দেন তারা।
মাত্র ২৮ বলে নবম হাফ-সেঞ্চুরি করা ইমন শেষ পর্যন্ত ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৬৫ রান করেন ইমন।
১৯ বলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩৩ রানে থামেন আফিফ।
রাজশাহীর হয়ে নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচানে ২টি, বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন।