শিরোনাম

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকন নেশন্স কাপ টুর্নামেন্টে যেসব ম্যাচে স্টেডিয়াম পূর্ণ হচ্ছে না, সেসব ম্যাচে কিক-অফের পর দর্শকদের বিনা মূল্যে ঢোকার অনুমতি দিয়েছেন আয়োজকেরা। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)’র একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
বুধবার আগাদিরে গ্রুপ-এফ’এ ক্যামেরুন-গ্যাবন ম্যাচটি শুরু হয়েছিল প্রায় ফাঁকা গ্যালারিতে। তবে টানা বৃষ্টির মধ্যেও প্রথমার্ধের সময় গ্যালারি ধীরে ধীরে বেশ ভরে যায়।
পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ৪৫ হাজারের বেশি ধারণক্ষমতাসম্পন্ন ওই ভেন্যুতে দর্শক উপস্থিতি ছিল ৩৫,২০০ জন।
টুর্নামেন্টের শুরুর দিনগুলোতে আরও বেশ কযয়েকটি ম্যাচে একই ধরনের দৃশ্য দেখা গেছে, এমনকি দর্শকসংখ্যা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে।
মঙ্গলবার রাবাতের আল মদিনা স্টেডিয়ামে গ্রুপ-ডি’এর কঙ্গো বনাম ও বেনিনের ম্যাচে খেলা যত গড়িয়েছে গ্যালারিতে দর্শক সংখ্যা ক্রমেই বেড়েছে। প্রথমে দর্শকসংখ্যা ঘোষণা করা হয় ৬,৭০৩ জন। পরে তা সংশোধন করে ১৩,০৭৩ জন করা হয়।
সিএএফ’র সূত্র জানায়, আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমঝোতার ভিত্তিতে আয়োজকেরা ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট পর স্ট্যান্ড খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাইরে জড়ো হওয়া দর্শকেরা টিকিট ছাড়াই ভেতরে ঢুকতে পারেন।
মরক্কোর জন্য স্টেডিয়াম পরিপূর্ণ করা নেশন্স কাপের আয়োজকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে মরক্কো, স্পেন ও পর্তুগালে আয়োজিত হতে যাচ্ছে। সে কারনে এবারের নেশন্স কাপের সফল আয়োজন বিশ্বকাপে নিজেদের প্রস্তুতির একটি প্রমানও হতে পারে।
বৃহস্পতিবার সিএএফের আনুষ্ঠানিক টিকেটিং প্ল্যাটফর্মে দেখা গেছে, গ্রুপ পর্বের প্রায় সব বাকি ম্যাচের টিকিট এখনও পাওয়াা যাচ্ছে- যার দাম শুরু হয়েছে ১০০ দিরহাম থেকে।
শুধু স্বাগতিক মরক্কোর শুক্রবার মালির বিপক্ষে ও সোমবার জাম্বিয়ার বিপক্ষে ম্যাচের পাশাপাশি রোববার আলজেরিয়া বনাম বুরুকিনা ফাসো এবং আগামী বুধবার আলজেরিয়া- ইকুয়েটোরিয়াল গিনির ম্যাচগুলোকে ‘হাউসফুল’ বা সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে বলে দেখানো হয়েছে।