বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৬

মেসিকে আবারো বার্সেলোনায় দেখতে চান পেড্রি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : লিওনেল মেসিকে আবারো ক্লাবে ফিরে আসার দেখার আগ্রহ প্রকাশ করেছেন বার্সেলোনার তরুণ তারকা পেড্রি।

আর্জেন্টাইন কিংবদন্তী মেসি ২০২১ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ক্যাম্প ন্যু ছেড়ে যান। ক্লাবটির হয়ে নিজের জীবনের ১৭টি গৌরবময় বছর কাটিয়েছেন মেসি।

মেসিকে ফুটবল মাঠের সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। বার্সেলোনায় তিনি কিংবদন্তীর মর্যাদা অর্জন করেন। ক্লাবের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা, সর্বোচ্চ এ্যাসিস্ট ও সর্বাধিক গোলের রেকর্ডও রয়েছে তার দখলে। তার গোল সংখ্যা ৬৭২ এবং এ্যাসিস্ট ৩০৩।

বার্সেলোনার সঙ্গে তিনি রেকর্ড ১০টি লা লিগা শিরোপা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন, যার মধ্যে ২০০৯ ও ২০১৫ সালে দুটি ছিল মহাদেশীয় ট্রেবলের অংশ।

তবে আর্থিক সংকটের কারণে ক্লাব তার চুক্তি নবায়ন করতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক চোখের জলে ক্যাম্প ন্যু ছাড়েন।

বার্সেলোনায় দুই দশকেরও বেশি সময় কাটানোর পর মেসি ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মায়ামিতে পাড়ি জমান। অক্টোবরে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান। এর আগেও তিনি বলেছেন, এমএলএস ক্লাবটিই সম্ভবত তার শেষ গন্তব্য।

সংষ্কারের কারনে ৮৯৫ দিন বন্ধ থাকার পর সম্প্রতি বার্সেলোনা আবার ক্যাম্প ন্যু খুলে দেয়। নতুন করে সাজানো স্টেডিয়ামটি উদ্বোধন করা হয় ২১,৭৯৫ দর্শকের উপস্থিতিতে একটি উন্মুক্ত অনুশীলন সেশনের মাধ্যমে।

মেসি নতুন রূপে সাজানো স্টেডিয়ামটি দেখতে শহরে সংক্ষিপ্ত সফর করেন। পেড্রি তার সাবেক সতীর্থের এই সফরের কথা জানতেন না। স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসিকে আবার ক্লাবে দেখতে চান তিনি।

পেড্রি বলেন, “অবশ্যই (আমি মেসিকে বার্সেলোনায় ফিরতে দেখতে চাই), এতে কোনো সন্দেহ নেই। তিনি সর্বকালের সেরা, আর আমরা যে বছর একসঙ্গে খেলেছি, সে সময় তিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন।

মেসির সফরের খবর কীভাবে জানলেন সে বিষয়ে তিনি বলেন “সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে জেনেছি। কারণ সব জায়গায়ই এই বিষয়টি ভেসে উঠছিল। না দেখাটা কঠিন ছিল। ইচ্ছে ছিল, যদি একটু দেখা করতে পারতাম।”