শিরোনাম

সিলেট, ২৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশ পথ ও রাস্তা পরিষ্কার করেছেন শতাধিক শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র উদ্যোগে এবং লাভ ক্রিকেট, ক্লিন সিলেট-এর সহায়তায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
সিলেটের বিভিন্ন ক্রীড়া একাডেমির খেলোয়াড় ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্টেডিয়ামে প্রধান ফটক থেকে শুরু করে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এতে অংশ নেওয়া শিক্ষার্থী জ্যোতি জানান, ‘আমাদের সিলেট প্রাকৃতিক সৌন্দর্য্যঘেরা অন্যতম সুন্দর একটি শহর। সিলেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে অন্যতম সুন্দর একটি স্টেডিয়াম।
এখানে খেলা হবে আর সড়কে ময়লা থাকবে তা কোনোভাবে কাম্য নয়। তাই আমরা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক রাহাত শামস বলেন, আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে বিপিএল শুরু হবে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজন সিলেট থেকে শুরু হচ্ছে, এটা আমাদের জন্য ইতিবাচক একটি দিক। খেলাকে কেন্দ্র করে বিসিবির আয়োজনে সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড়রা যেন স্টেডিয়ামের মতো সিলেটের সড়কপথ পরিচ্ছন্ন দেখতে পান সে জন্য এই আয়োজন।
আগামীকাল সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এবার সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।