বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:৩৮

দ্বৈতের কোয়ার্টারে বাংলাদেশের চার দল

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে বাংলাদেশের শাটলারদের দারুন একটি দিন কেটেছে। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের চার জুটি প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

বুধবার রিয়াদুল ইসলাম-তনয় সাহা জুটি ইরানের মেহেদী আনসারী-আমিন হোসেনকে জুটিকে ১৭-২১, ২১-১৪ 

ও ২১-১৯ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

এরপর তানভীর-গৌরব সিংহ জুটি সতীর্থ আকিব সুলাইমান-শুভ খন্দকার জুটিকে ২৪-২২ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।

শেষ ষোলতে নাইম-মিজান জুটি ভিয়েতনামের ডংখে ডংখা-ট্রান হং খা জুটিকে ২২-২৪, ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন।

আল আমিন জুমার- মোয়াজ্জেম হোসেন অহিদুল ইরানের আমির হোসেন আজমলো- সাইদ আরমিন জাকি জুটিকে ২১-১১ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেন।