বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:৩৫

রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিঁওকতে যোগ দিলেন এনড্রিক

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিক মৌসুম শেষ হওয়া পর্যন্ত ধারে অলিম্পিক লিঁওতে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুই ক্লাবই এই তথ্য নিশ্চিত করেছে।

কোচ জাবি আলোনসোর অধীনে ১৯ বছর বয়সী এন্ড্রিক লা লিগার জায়ান্টদের দলে নিয়মিত খেলার সুযোগ পেতে হিমশিম খাচ্ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে ১৮ বছরে পা দেওয়ার পর পালমেইরাস ছেড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ছয় বছরের চুক্তিতে সই করেন তিনি।

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র চার মিনিটের মাথায় গোল করে নিজের অভিষেক স্মরণীয় করে রাখেন এন্ড্রিক।

রিয়াল মাদ্রিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছে, “রিয়াল মাদ্রিদ এবং অলিম্পিক লিঁও আমাদের খেলোয়াড় এন্ড্রিককে মৌসুম শেষ হওয়া পর্যন্ত ধারে নেয়ার বিষয়ে একমত হয়েছে।”

গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে মূলত বদলি হিসেবে নেমে ৩৭ ম্যাচে সাত গোল করেন এন্ড্রিক। চলতি মৌসুমে লা লিগায় তিনি দুটি ম্যাচে অল্প সময়ের জন্য বদলী হিসেবে এবং কোপা দেল রেতে একটি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন।

আনচেলত্তির অধীনে ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে ইতোমধ্যে তিনটি গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যদিও অক্টোবর ও নভেম্বরের শেষ দুইটি প্রীতি ম্যাচে তাকে দলে ডাকা হয়নি।

ফ্রান্সের ক্লাবে তার এই যোগদান আগামী বছরের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়াবে বলে তিনি আশা করছেন।

এন্ড্রিক আনুষ্ঠানিকভাবে ১ জানুয়ারি থেকে লিঁওর খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হবেন। তবে ফরাসি নিয়ম অনুযায়ী নতুন নিবন্ধিত খেলোয়াড়রা নিবন্ধনের পর চার দিনের মধ্যে ম্যাচ খেলতে পারেন না। ফলে ৩ জানুয়ারি মোনাকোর বিপক্ষে লিঁওর ম্যাচে তাকে পাওয়া যাবে না।

বর্তমানে লিগ ওয়ান টেবিলে চতুর্থ স্থানে থাকা লিলির থেকে চার পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে লিঁও।