শিরোনাম

ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : পিঠের ইনজুরির কারনে এ্যাশেজ সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট থেকে বাদ পড়েছেন ব্যাটার ওলি পোপ।
প্রথম তিন টেস্টে ইংল্যান্ডের সেরা বোলার ছিলেন আর্চার। ৮০ ওভার বল করে ৯ উইকেট দখল করেছিলেন এই ডানহাতি পেসার। আর্চারের স্থানে গাস এ্যাটকিনসনকে দলভূক্ত করেছে ইতোমধ্যেই সিরিজ হারানো ইংল্যান্ড। পেস আক্রমনে এ্যাটকিনসনের সাথে আরো থাকছেন জস টাং, ব্রাইডন কার্স ও অধিনায়ক বেন স্টোকস। একমাত্র স্বীকৃত স্পিনার হিসেবে উইল জ্যাকস জায়গা ধরে রেখেছেন।
প্রথম তিন ম্যাচে হেরে ইতোমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারী ইংল্যান্ড।
আর্চারের অনুপস্থিতি তাই দলের উপর বিরুপ প্রভাব ফেলেছে। শুক্রবার থেকে মেলবোর্নে শুরু হওয়া ‘বক্সিং ডে’ টেস্টে জয়ী হয়ে কিছুটা হলেও নিজেদের ফিরে পেতে বদ্ধপরিকর ইংল্যান্ড।
হাঁটুর ইনজুরির কারনে দলের আরেক পেসার মার্ক উড শুধুমাত্র প্রথম টেস্টে খেলেছেন।
ফর্মহীনতায় থাকা পোপ তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তার স্থানে দলে ঢুকেছেন জ্যাকব বেথেল।
চতুর্থ টেস্টের ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, উইল জ্যাকস, গাস এ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জস টাং।