বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪১

বালক বিভাগে হার্ডিঞ্জ ও বালিকা বিভাগে হামিদা আফাজ চ্যাম্পিয়ন

ছবি : বাসস

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শেষ হলো বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্ট। টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা- উভয় বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ধামরাইয়ের স্কুলগুলো। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়।

বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ। ম্যাচের শুরুতে দুই দলের মধ্যে সমানে সমান লড়াই চললেও সময়ের সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হার্ডিঞ্জ স্কুল। প্রথমার্ধ শেষে তারা ৩০-২০ পয়েন্টে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধেও সেই দাপট ধরে রেখে পয়েন্টের ব্যবধান আরও বাড়াতে থাকে ধামরাইয়ের ছেলেরা। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও হার্ডিঞ্জ স্কুলের কৌশলী আক্রমণের সামনে তারা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ৬৫-৪১ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ধামরাইয়ের হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বীতা করে মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের সাথে। প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ধামরাইয়ের মেয়েরা, যেখানে বিরতির আগে স্কোর ছিল ২৯-১৮।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষ মিরপুর গার্লস আইডিয়াল স্কুলকে 'অলআউট' করে বড় লিড নেয় হামিদা আফাজ স্কুল। পুরো ম্যাচে মিরপুরের মেয়েদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ না দিয়ে ৫৬-৩৭ পয়েন্টে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান। এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং যুগ্ম সম্পাদক আব্দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিওএ মহাসচিব বলেন, ‘কাবাডি ফেডারেশন খুবই ভালো করছে। নারীদের বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পাশাপাশি মেয়েরা ভালো ফলাফলও করেছে। সামনে এশিয়ান গেমসে আমরা কাবাডি থেকে পদক প্রত্যাশা করি। এই স্কুল টুর্নামেন্টগুলোই ভবিষ্যতের পাইপলাইন তৈরি করবে।’

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘স্কুল কাবাডি আমরা চলমান রাখবো। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ের আওতায় আনা হবে। সরকার ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতা পেলে কাবাডি অবশ্যই ঘুরে দাঁড়াবে।’