শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে নারীদের বিভাগে ব্যাটারদের তালিকায় সিংহাসন পুনরুদ্ধার করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।
টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় প্রথমবারের মত শীর্ষে জায়গা করে নিয়েছেন ভারতের অফ-স্পিনার দীপ্তি শর্মা।
নারীদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ আজ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গেল সপ্তাহে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকান উলভার্ট। ১২৪ ও অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন তিনি। ফলে এক ধাপ এগিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন এই ডান-হাতি ওপেনার।
৮২০ রেটিং নিয়ে তালিকার শীর্ষে আছেন উলভার্ট। ৮১১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন ভারতের স্মৃতি মান্ধানা।
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ ওভারে ২০ রানে ১ উইকেট নিয়ে প্রথমবারের মত সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন দীপ্তি।
উলভার্টের মত দীপ্তিও এক ধাপ এগিয়েছেন। ৭৩৭ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। মাত্র ১ রেটিং কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।
ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় আগের মত শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
ওয়ানডে অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউস শীর্ষে আছেন।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে শারমিন আকতার এবং টি-টোয়েন্টিতে নিগার সুলতানা জ্যোতি শীর্ষে আছেন। শারমিন ৩০ ও নিগার ১৭তম স্থানে আছেন।
বোলাদের তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন নাহিদা আকতার এবং টি-টোয়েন্টিতে রাবেয়া খান। নাহিদা ১২তম ও রাবেয়া ১৩তম স্থানে আছেন।