শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মোনাকোর জাপানীজ এ্যাটাকিং-মিডফিল্ডার তাকুমি মিনামিনোর বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। লিগ ওয়ান ক্লাব সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। এ কারনে ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাবেক লিভারপুল খেলোয়াড় মিনামিনো রোববার ফরাসি কাপে অক্সেরের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে চোট পান। ৩০ বছর বয়সী এই ফুটবলারকে যখন স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হতাশায় তিনি হাত দিয়ে মুখ ঢেকে রাখেন।
‘সামুরাই ব্লু’ খ্যাত জাপান জাতীয় দলের হয়ে ৭৩ ম্যাচে ২৬ গোল করা মিনামিনো কোচ হাজিমে মোরিয়াসুর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
বিশ্বকাপে এফ-গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তিউনিসিয়া এবং ইউরোপীয় প্লে-অফের বিজয়ী দল। প্লে-অফের দলটি পোল্যান্ড, সুইডেন, ইউক্রেন ও আলবেনিয়ার মধ্যে লড়াইয়ের পর নির্ধারিত হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত বিশ্বকাপ আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।