শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ডেভিড নেরেসের জোড়া গোলে সোমবার ইতালিয়ান সুপার কাপ জিতেছে নাপোলি। জেদ্দায় অনুষ্ঠিত ফাইনালে বর্তমান সিরি-আ চ্যাম্পিয়নরা ২-০ ব্যবধানে হারিয়েছে বোলোনিয়াকে।
ব্রাজিলিয়ান উইঙ্গার নেরেস প্রথমার্ধের বিরতির আগে দূরপাল্লার দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে গত মৌসুমের ইতালিয়ান কাপজয়ী বোলোনিয়ার বিপক্ষে নাপোলিকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন নেরেস। বোলোনিয়ার গোলরক্ষক ফেডেরিকো রাভালিয়ার দুর্বল পাস কেড়ে নিয়ে তিনি বল জালে জড়ান।
এর আগে গত সপ্তাহে এসি মিলানের বিপক্ষে সেমিফাইনালে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও গোল করেছিলেন নেরেস। সব মিলিয়ে সুপার কাপে তার গোলসংখ্যা দাঁড়াল তিনটি।
এটি নাপোলির তৃতীয় ইতালিয়ান সুপার কাপ শিরোপা। এর আগে তারা ১৯৯০ ও ২০১৪ সালে এই প্রতিযোগিতা জিতেছিল।
নাপোলির কোচ এন্টোনিও কন্টে ম্যাচ শেষে স্পোর্ট মিডিয়াসেটকে বলেন, ‘খেলোয়াড়রা অভিনন্দনের যোগ্য। তারা দেখিয়েছে, সমর্থকদের জন্য এই ট্রফিটি জিততে তারা কতটা দৃঢ়প্রতিজ্ঞ ছিল। এখন ক্যাবিনেটে নতুন একটি ট্রফি যোগ হওয়ায় আমরা দারুণ একটি বড়দিন উদযাপন করব।’
ঐতিহ্যগতভাবে সিরি-আ ও ইতালিয়ান কাপের চ্যাম্পিয়নদের নিয়ে সুপার কাপ আয়োজন করা হলেও, ২০২৩ সাল থেকে ইতালিয়ান সুপার কাপে লিগ ও কাপের রানার্সআপ দলগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
চার দলের এই টুর্নামেন্টটি ২০২৯ সাল পর্যন্ত সৌদি আরবে আয়োজনের চুক্তি রয়েছে।
সিরি-আ লিডার ইন্টার মিলানের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকা নাপোলি রোববার ক্রেমোনেসের মাঠে লিগ ম্যাচে মাঠে নামবে। অন্যদিকে বোলোনিয়া নিজেদের মাঠে সাসৌলোকে আতিথেয়তা দিবে।