শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের শারজাহ ওয়ারিয়র্স।
গতরাতে নিজেদের অষ্টম ম্যাচে শারজাহ ৪ উইকেটে হারিয়েছে আবু ধাবি নাইট রাইডার্সকে। ম্যাচে ৪১ রানে ২ উইকেট নেন তাসকিন।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শারজাহর দুই পেসার তাসকিন ও সংযুক্ত আরব আমিরাতের ওয়াসিম আকরামের বোলিং তোপে ১০ রানে ৪ উইকেট হারায় আবু ধাবি। ফিল সল্টকে ৪ ও অ্যালেক্স হেলসকে ৫ রানে আউট করেন তাসকিন। অন্য দুই উইকেট নেন আকরাম।
শুরুর ধাক্কা কাটিয়ে উঠলেও, বড় সংগ্রহ পায়নি আবু ধাবি। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন শেরফানে রাদারফোর্ড। এছাড়া উন্মুখ চাঁদ ২৪ রান করেন।
স্পিনার আদিল রশিদ ৩টি, তাসকিন ৪১ রানে ও আকরাম ১২ রানে ২টি করে উইকেট নেন।
আবু ধাবির ইনিংসে প্রথম ওভারে আক্রমণে এসে ৪ রানে ১ উইকেট নেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারেও ৪ রানে ১ উইকেট নেন তিনি। তবে তৃতীয় ওভারে ৮ রান দিলেও কোন উইকেট পাননি তাসকিন।
ইনিংসের ১৯তম ওভারে চতুর্থবারের মত আক্রমণে আসেন তাসকিন। ৪টি ছক্কাসহ ২৫ রান খরচ করেও উইকেটের দেখা পাননি তিনি। ম্যাচে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৪১ রানে ২ উইকেট। চলতি আসরে ৫ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তাসকিন।
১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে শেষ বলে জয়ের স্বাদ পায় তাসকিনের শারজাহ। ২৯ বলে ৪২ রান করে দলের জয়ে অবদান রাখেন জেমস রিউ। ম্যাচ সেরা হন শারজাহর রশিদ।
৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ছয় দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে আছে শারজাহ।