বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০

অ্যাশেজ থেকে ছিটকে গেলেন কামিন্স ও লিঁও

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে চলতি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও ন্যাথান লিঁও।

ইংল্যান্ডের বিপক্ষে ‘বক্সিং ডে’ টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি কামিন্স ও লিঁওকে।

পিঠের চোট কাটিয়ে অ্যাশেজের তৃতীয় টেস্ট দিয়ে দীর্ঘ পাঁচ মাস পর মাঠে ফেরেন কামিন্স। দুই ইনিংসে মিলিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। তার নেতৃত্ব ৮২ রানে টেস্ট জিতে দুই ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। 

সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় কামিন্সকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘এই সিরিজে কামিন্স আর খেলবে না। তার ফেরা ঘিরে আমরা অনেক আগেই আলোচনা করেছিলাম। হ্যাঁ, কিছুটা ঝুঁকি নেওয়া হয়েছিল। এখন আমরা সিরিজ জিতেছি। এটাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। আবারও ঝুঁকিতে ফেলে তাকে ক্ষতির মুখে ঠেলে দিতে চাই না।’

কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। সিরিজের প্রথম দুই টেস্টে কামিন্সের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ঐ দুই টেস্টই ৮ উইকেটের একই ব্যবধানে জিতেছিল অসিরা।

অ্যাডিলেড টেস্টে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন লিঁও। সিরিজের শেষ দুই টেস্টে খেলতে পারবেন না তিনিও। 

কামিন্স ও লিঁওর জায়গায় অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন পেসার জাই রিচার্ডসন ও অফ স্পিনার টড মার্ফি। চার বছর পর টেস্ট দলে ফিরেছেন রিচার্ডসন। ২০২১ সালে অভিষেকের পর দেশের হয়ে ৩টি টেস্ট খেলেছেন তিনি। 

এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন মার্ফি। দেশের জার্সিতে ৭টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার। 

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরু হবে।

অস্ট্রেলিয়া দল (চতুর্থ টেস্ট) : স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডোগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, টড মার্ফি, মাইকেল নেসার, জাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার।