শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
আজ বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে রাজশাহী ৫ উইকেটে হারিয়েছে রংপুরকে।
টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় রাজশাহী। ওপেনার আনিসুল ইসলামকে ১ রানে হারিয়ে দ্বিতীয় ওভারে হোঁচট খায় রংপুর।
দ্বিতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন আরেক ওপেনার ইফতিখার ইফতি ও তাওহিদ হৃদয়। ১৯ বলে ২৬ রান করে আউট হন হৃদয়।
অন্যপ্রান্তে হাফ-সেঞ্চুরি তুলে নেন ইফতি। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করে আউট হন তিনি।
মিডল অর্ডারে অধিনায়ক নুরুল হাসান ১০ ও পরের দিকে রাকিবুল হাসানের ১৮ বলে ২১ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে রংপুর।
রিপন মন্ডল ও আব্দুল গাফফার ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার তানজিদ হাসান ২২ বলে ৩১ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৩২ বলে ৩৪ রানে ভর করে ১১ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় রাজশাহী।
রাজশাহীর জয়ে অবদান ছিল ছয় নম্বরে আকবর আলির অপরাজিত ২৫ রানও।
আব্দুল হালিম ২ উইকেট নেন।