বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২১:০০
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ২১:০৫

রাজশাহীর অধিনায়ক শান্ত

ফাইল ছবি

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। 

দলে মুশফিকুর রহিম এবং আকবর আলীর মত অভিজ্ঞতাসম্পন্ন অধিনায়ক থাকা সত্ত্বেও তিন ফরম্যাটেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া শান্তকে বেছে নিয়েছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশকে এবং বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। বিপিএলে ৮৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশি। এরমধ্যে ৪২টি করে জয় ও হার ছিল। ১টি ম্যাচ টাই হয়। 

অন্যদিকে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আকবর। চলতি বছর চার দিনের এবং টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জয়ী রংপুর বিভাগকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 

এ বছরের শুরুতে এসিসি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠা বাংলাদেশ ‘এ’ দলেরও অধিনায়ক ছিলেন আকবর। ফাইনালে পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দলটি। নেতৃত্ব এবং পারফরমেন্স দিয়ে নিজের যোগ্যতার প্রমান দিয়েছেন তিনি।  

রাজশাহীর অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে ছিলেন মুশফিক ও আকবর। কিন্তু  বিপিএলের ১২তম আসরের জন্য শান্তর কাঁধে অধিনায়কের গুরুদায়িত্ব তুলে দিয়েছে রাজশাহী। 

বিপিএল নিলামের আগে সরাসরি চুক্তিতে শান্তকে দলে নেয় রাজশাহী।