বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২০:৫৮

বাংলাদেশে সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে : ফাহিম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, সম্প্রতি বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে বাংলাদেশ খেলোয়াড়দের পারফরমেন্স প্রমান করে, জাতীয় দলে আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে।

সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের দুর্দান্ত পারফরমেন্সে এমন মন্তব্য করেন ফাহিম।

আজ রংপুর রাইডার্স-বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ফাহিম বলেন, ‘এসব লিগে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিত করে বাংলাদেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে।’

ফাহিম আরও জানান ফ্র্যাঞ্চাইজিদের সাথে যোগাযোগের অভাবে বেশ কিছু খেলোয়াড় হয়তো এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তারপরও তাদের দক্ষতা সম্পর্কে সচেতন বিসিবি।

তিনি বলেন, ‘শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলেই অনেক পিছিয়ে আছে তারা।’

বাংলাদেশের পেস আক্রমণেরও প্রশংসা করেছেন ফাহিম। তিনি বলেন, ‘আমি যদি মুস্তাফিজকে ১০-এর মধ্যে ১০ দেই, তাহলে তানজিম সাকিবকে সাড়ে আট বা নয়-এর কম দিতে পারব না।’