শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
জাতীয় কাবাডি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা।
ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্ট-২০২৫’। জমজমাট লড়াই শেষে টুর্নামেন্টের বালক বিভাগে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ এবং বালিকা বিভাগে হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও মিরপুর গার্লস আইডিয়াল স্কুল ফাইনালে জায়গা করে নেয়।