বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪

নোয়াখালীর হয়ে বিপিএল মাতাবেন আতাল

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন আফগানিস্তানের ওপেনার সেদিকুল্লাহ আতাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এ খবর জানিয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। আতালের ছবি দিয়ে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘নোয়াখালীর হয়ে খেলবেন আতাল। নোয়াখাইল্লারা খুশি নি?’

প্রথমবার মত বিপিএলের মঞ্চে অংশ নেবেন আতাল। এর আগে আইএল টি-টোয়েন্টি, আইপিএল ও এসএ২০ টুর্নামেন্টে খেলেছেন তিনি। 

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আফগানিস্তানের হয়ে ১টি টেস্ট, ১২টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি খেলেছেন আতাল। সব মিলিয়ে ৮৩টি টি-টোয়েন্টি ২১ হাফ-সেঞ্চুরিতে ১৩৫.০৮ স্ট্রাইক রেটে ২৫৪৯ রান করেছেন তিনি। 

আতালের আগে বিদেশি ক্রিকেটারদের মধ্যে কুশল মেন্ডিস-জনসন চার্লস-মোহাম্মদ নবি-বিলাল সামি-আভিস্কা ফার্নান্দো-ইসানুল্লাহ এবং ইবরার আহমেদকে দলে নিয়েছে নোয়াখালী। 

বিপিএলের ১২তম আসরে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল। যা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।