শিরোনাম

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শণ করেছেন।
এসময় বন্ধুত্ব ও অংশীদারিত্বের নিদর্শন হিসেবে বাফুফের পক্ষ থেকে মাইকেল মিলারকে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একটি জার্সি এবং ফেডারেশনের ক্রেস্ট উপহার দেওয়া হয়।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে বর্ণনা করা হয়। এসময় ফুটবল উন্নয়ন এবং ক্রীড়া কূটনীতির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, 'আমরা এখানে এসেছি, বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে। আজকের আলোচনা ছিল প্রাথমিক। একই সঙ্গে আমাদের এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে- কিভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কিভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে এবং কিভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে।'
আলোচনা শেষে রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর প্রতিনিধি দল বাফুফে অ্যাস্ট্রো টার্ফ মাঠ পরিদর্শন করেন এবং সারা দেশে সব স্তরে ফুটবল প্রসারে গৃহীত কার্যক্রম ও সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন।
বাফুফের পক্ষ থেকে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করে যাওয়াার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।