বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ২০:০৫

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ কাল শুরু

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : আগামীকাল থেকে শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ। পাঁচদিন ব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৬ ডিসেম্বর। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন দেশের শাটলাররা এই সিরিজে অংশ নিবে।

সিরিজ শুরুর আগে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। যা ১৬-২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেখানে স্বাগতিক বাংলাদেশসহ ১৭টি দেশ অংশ নিয়েছিল। সিরিজেও খুব একটা পরির্বতন আসছে না। নতুন করে কাজাখস্তান যুক্ত হয়েছে। ৫ হাজার ডলারের বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে টপ সিডেড খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। বাংলাদেশের টপ সিডেড হিসেবে আল আমিন জুমার, মোয়াজ্জেম হোসেন অহিদুলরা থাকছেন।

চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফাইনালে উঠে ইতিহাস রচনা করেছিলেন জুমার। সিরিজেও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা ছেলে। এ ব্যাপারে জুমার জানান, ‘চ্যালেঞ্জে একক, দ্বৈত, মিশ্রতে খেলেছিলাম। এককে ভালো করতে না পারলেও দ্বৈতে এবং মিশ্র দ্বৈতে ভালো খেলেছিলাম। সিরিজেও সেই যাত্রা অব্যাহত থাকবে। মিশ্র দ্বৈতে ঊর্মিকে নিয়ে রূপা জিতেছি। এবার আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজে স্বাগতিক শাটলাররা ভালো করবেন, এমন বিশ্বাস ফেডারেশন সাধারণ সম্পাদক রাসেল কবির সুমনেরও। তিনি জানান, ‘চ্যালেঞ্জে জুমার-ঊর্মি রানার আপ হয়েছে। আশাকরি সিরিজেও তারা ভালো রেজাল্ট করবে।’ সুমন আরও যোগ করেন, ‘আগামী ২২-২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ সিরিজ টুর্নামেন্ট। চ্যালেঞ্জ টুর্নামেন্টে যারা খেলেছে, তাদের অধিকাংশই এই সিরিজে খেলবে। কিছু খেলোয়াড় চলে গেছে। আজ রোববার আবার নতুন কিছু খেলোয়াড় যোগ হয়েছে। নতুন একটা দেশ আসছে কাজাখস্তান। যারা এই সিরিজে অংশ নিবে।’

চ্যালেঞ্জ টুর্নামেন্টে প্রাইজমানি ছিল সাড়ে ১৭ হাজার ডলার। সিরিজে ৫ হাজার ডলার। দুই টুর্নামেন্টের পার্থক্য জানতে চাইলে ফেডারেশন সাধারণ সম্পাদক জানান, এখানে মূল্য পার্থক্য হলো পয়েন্টে। চ্যালেঞ্জে বেশি পয়েন্ট। সিরিজে কম।’

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাসেল কবির সুমনের অধীনে ইউনেক্স-সানরাইজের এই আসরই সবচেয়ে বড় টুর্নামেন্ট। সেই আসরেই ফাইনালে ওঠার মধ্য দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এ ব্যাপারে সুমন জানান, ‘আমি খুবই খুশি। আমার দায়িত্ব গ্রহণের পর এটাই বড় টুর্নামেন্ট। যেখানে ব্যাডমিন্টনের ইতিহাসে বড় সাফল্য পেয়েছে। জুমার-ঊর্মি মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে রূপা জিতেছে।’