বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৭

রিশাদের কঠোর বোলিংয়ের ম্যাচে সহজ জয় হোবার্টের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিগ ব্যাশে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। নিজেদের তৃতীয় ম্যাচে আজ হোবার্ট ৭ উইকেটে হারিয়েছে মেলবোর্ন রেনেগাডসকে। ম্যাচে ৫.২৫ ইকোনমিতে ২১ রানে ১ উইকেট নেন রিশাদ।

ভিক্টোরিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে মেলবোর্ন। দলের হয়ে টিম সেইফার্ট সর্বোচ্চ ৩৪, মোহাম্মদ রিজওয়ান ৩২ ও হাসান খান ২৩ রান করেন।

বল হাতে সফল ছিলেন রিশাদও। ৪ ওভারে ২১ রানে ১ উইকেট নেন তিনি। প্রথম দুই ওভারে ৭ রান করে এবং তৃতীয় ওভারে ৩ রান দেন রিশাদ। চতুর্থ ও শেষ ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হোবার্টের সেরা বোলার হয়েছেন পেসার ক্রিস জর্ডান।

১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার নিখিল চৌধুরির ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৩৭ বল বাকী থাকতে জয় পায় হোবার্ট। ৭ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৭৯ রান করেন নিখিল।

বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রিশাদ।

পরের ম্যাচে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন তিনি।

এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে হোবার্ট।