শিরোনাম

ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আজ থেকে বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়েছে এ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টীল ৪র্থ বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
চার দিন ব্যাপী প্রতিযোগীতার মুল খেলা বসুন্ধরা স্পোর্টস সিটিতে এবং কিছু খেলা আই ইউ বি ও আর্মি অফিসার্স মেসে অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর বিকেলে ভেন্যু পার্টনার বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।
সেনাবাহিনীসহ ২৬টি ক্লাব/প্রতিষ্ঠানের ১৫০ জন খেলোয়াড় নিয়ে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রথম পর্ব থেকে নয় গ্রুপে বাছাই করা ৮০ জন খেলোয়াড় নিয়ে চূড়ান্ত পর্ব সাজানো হয়েছে, যার মধ্যে রয়েছেন ৫০ জন পুরুষ ও ৩০ জন নারী।
গ্রুপগুলো হলো উন্মুক্ত পুরুষ, নারী ও সদস্য (ক্লাব সদস্য, অফিসার, শিক্ষক, বিশ্ব বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী) অনুর্ধ ১১, ১৩ ও ১৫ ছেলে ও মেয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি মেজর (অব:) ইমরোজ আহম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন বিওএ মহাসচিব জোবায়দুর রহমান রানা ও এলিট গ্রুপের পরিচালক শায়ান সিরাজ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জি এম কামরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটি মহাব্যবস্থাপক মেজর মোহাসিন করিম (অব:)।