শিরোনাম

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫ (বাসস) : রোববার হেইডেনহেইমের বিরুদ্ধে বুন্দেসলিগার ম্যাচের আগে অধিনায়ক ম্যানুয়েল নয়্যার ও জসুয়া কিমিচের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানী। এতে জার্মান জায়ান্টদের ইনজুরির তালিকা আরো দীর্ঘ হলো।
বছরের শেষ ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের সাথে আলাপকালে কোম্পানি বলেন ইনজুরির কারনে ঐ দুজন ছাড়াও আরো খেলতে পারছেন না ফরাশি রাইট-ব্রাক সাচা বোয়ে। নিষেধাজ্ঞার কারনে কোনার্ড লেইমার দলের বাইরে রয়েছেন, আফ্রিকান নেশন্স কাপে সেনেগাল দলে যোগ দিতে ইতোমধ্যেই ক্লাব ছেড়েছেন নিকোলাস জ্যাকসন।
দীর্ঘ অনুপস্থিতি কাটিয়ে ইনজুরি থেকে এ সপ্তাহে অনুশীলনে ফিরেছেন জামাল মুসিয়ালা। কিন্তু ২০২৬ সালের আগে তাকে মাঠে দেখা যাবেনা।
এ সপ্তাহের শুরুতে অস্ত্রোপচার সম্পন্ন হবার পর ফরাশি উইঙ্গার মাইকেল ওলিসে দলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে নিষেধাজ্ঞার কারনে দলে না থাকা লুইস দিয়াজও দলে ফিরেছেন।
২০২৪ সালে ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে যোগ দেবার পর ইনজুরির কারনে এখনো কোন ম্যাচ মিস করেননি ওলিসে।
বায়ার্ন বস কোম্পানী জানিয়েছেন নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গোঁড়ালির ইনজুরিতে পড়া কিমিচ এখনো সেই সমস্যা কাটিয়ে উঠতে পারেননি। এ সম্পর্কে কোম্পানী বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের অনেক ম্যাচ খেলতে হয়েছে। একটি নির্দিষ্ট সময় এসে ব্যাথ্যা খুব বেশী বেড়ে গিয়েছিল। এ কারনে কিমিচের ব্যপারে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে।’
এখনো পর্যন্ত এবারের মৌসুমে ১৪ ম্যাচে অপরাজিত থাকা বায়ার্ন মাত্র চার পয়েন্ট হারিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের থেকে ছয় পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বেভারিয়ান্সরা।
জার্মান ট্যাবলয়েড পত্রিকা বিল্ডের রিপোর্ট অনুযায়ী জানা গেছে দলের তারকা উইঙ্গার সার্জি গ্যানাব্রির সাথে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে যাচ্ছে বায়ার্ন। ২০১৭ সাল থেকে বায়ার্নে খেলছেন আর্সেনালের সাবেক এই ফরোয়ার্ড। এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা গ্যানাব্রি সব ধরনের প্রতিযোগিতায় পাঁচ গোল ছাড়াও সাতটি এ্যাসিস্ট করেছেন। আন্তর্জাতিক ম্যাচেও নিজেকে দারুনভাবে প্রমান করেছেন। বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানীর হয়ে ছয় ম্যাচে তিন গোল ও একটি এ্যাসিস্ট করেছেন গ্যানাব্রি।