বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা অষ্টম সিরিজ জয় ভারতের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫ (বাসস) : হার্দিক পান্ডিয়া-তিলক ভার্মা ও বরুণ চক্রবর্তীর দুর্দান্ত পারফরমেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ৩-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক ভারত। 

গতরাতে আহমেদাবাদে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারত ৩০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে এই নিয়ে টানা অষ্টম এবং ১৪টি সিরিজ ও টুর্নামেন্ট অপরাজিত রইল ভারত। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। 

সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচ ভারত এবং দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ম্যাচ কুয়াশার কারণে পরিত্যক্ত হয়। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামে ভারত।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৪ বলে ৬৩ রান যোগ করেন ভারতের দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। স্যামসন ৩৭ ও অভিষেক ৩৪ রানে আউট হন। চার নম্বরে নেমে ৫ রানে থামেন অধিনায়ক সূর্যকুমার যাদব। 

১১৫ রানে তৃতীয় উইকেট পতনের পর ভারতের হাল ধরেন তিলক ও হার্দিক। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর তান্ডব চালিয়েছেন তারা। ৪৪ বলে ১০৫ রানের জুটি গড়েন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২৩১ রানের বড় সংগ্রহ পায় ভারত।  

৩০ বলে টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি করেন তিলক। ১০টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৭৩ রান তুলে থামেন তিনি। 

মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন হার্দিক। টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি এটি। ৫টি করে চার-ছক্কায় ২৫ বলে ২৫২ স্ট্রাইক রেটে ৬৩ রান করেন তিনি।

জয়ের জন্য ২৩২ রানের টার্গেটে খেলতে নেমে ৩৯ বলে ৬৯ রান তুলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস। ১৩ রান করে হেনড্রিকস ফেরার পর ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়ে ২৩ বলে ৫১ রান যোগ করেন ডি কক। এই জুটিতেই ১৮তম হাফ-সেঞ্চুরির দেখা পান ৩০ বল খেলা ডি কক। 

দলীয় ১২০ রানে ডি কককে ফিরিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন পেসার জসপ্রিত বুমরাহ। ৯টি চার ও ৩টি ছক্কায় ৩৫ বলে ৬৫ রান করে ডি কক ফেরার পর আর কোন বড় জুটি গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান তুলে ম্যাচ হারে প্রোটিয়ারা। 

বরুণ ৫৩ রানে ৪ উইকেট নেন। মোট ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনি। ভারতের ম্যাচ জয়ে অবদান রাখায় সেরা খেলোয়াড় হয়েছেন হার্দিক। 

টি-টোয়েন্টির আগে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত।