শিরোনাম

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দলের হয়ে সব ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান।
আগামী বছরের এপ্রিলে তিনটি ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম আজ সংবাদ মাধ্যমকে জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেললেও ওয়ানডে খেলতে আইপিএলের মাঝপথে দলের সাথে যোগ দেবেন মুস্তাফিজ।
ফাহিম বলেন, ২০২৭ সালের আইসিসি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ফাহিম বলেন, ‘আমরা জানি, সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন আমাদের প্রথম লক্ষ্য। আমরা একটি পূর্ণ শক্তির দল মাঠে নামতে চাই। আমরা এটি নিয়ে কোন ঝুঁকি নিতে পারি না।
আমরা ভালো অবস্থানে থাকলে হয়ত পুরো আইপিএলের জন্য মুস্তাফিজকে এনওসি দেওয়ার কথা ভাবতাম। যেহেতু আমরা নিরাপদ অবস্থানে নেই এজন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
২০২৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা এখনো নিশ্চিত নয়। সরাসরি যোগ্যতা অর্জনের জন্য ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসি র্যাংকিংয়ে নবম স্থানে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে দশম স্থানে আছে বাংলাদেশ।
আগামী বছরের ২৬ শে মার্চ শুরু হওয়া আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে।
আইপিএলের টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে এসেই, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং কিনা-জানতে চাইলে ফাহিম বলেন, ‘আইপিএলের মত একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারার সম্ভাবনাটাও থাকবে। কারণ সে দুর্দান্ত একজন বোলার।
আমরা বিশ্বাস করি ফিজের উপস্থিতি আমাদের দলকে আরও শক্তিশালী করবে।’
সম্প্রতি আইপিএলের মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।