শিরোনাম

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আগামী বছরের ২৩ জুলাই-২ আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে ২৩তম কমনওয়েলথ গেমস। ঐতিহ্যগতভাবে কমনওয়েলথভূক্ত সকল দেশে কিংস ব্যাটন নিয়ে একটি প্রতিনিধি দল ভ্রমন করেন এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্যাটনটির আগমন উদযাপন করা হয়।
তারই ধারাবাহিকতায় আজ সকালে আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) একটি বর্ণাঢ্য র্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী এবং প্রদর্শনী খেলার আয়োজন করে। বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরম্ভ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ বিভিন্ন কমনওয়েলথভূক্ত দেশসমূহের হাইকমিশনারগণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহাবুব-উল-আলম, বিওএ’র মহাসচিব মোঃ জোবায়েদুর রহমান রানা, বিওএ’র সহ-সভাপতিগণ, উপ-মহাসচিব, বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিওএ’র মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
র্যালীটি আর্মি স্টেডিয়াম হতে শুরু হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং হয়ে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালী শেষে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয়।
এরপর আনুষ্ঠানিকভাবে ব্যাটন উন্মোচন পর্ব শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার তাঁর বক্তব্যে কমনওয়েলথে ব্যাটন রীলের তাৎপর্যতা তুলে ধরেন এবং কমনওয়েলথ গেমস ফেডারেশনের মূল্যবোধগুলোকে এই প্রোগ্রামের মাধ্যমে পরিষ্ফুটিত করার জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আব্দুস সালাম তাঁর বক্তব্যে ব্যাটনটিকে ঐক্য এবং বৈচিত্রের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন, যার মাধ্যমে কমনওয়েলথভূক্ত দেশসমূহকে একীভূত করা সম্ভব হয়েছে। তিনি বাংলাদেশের কমনওয়েলথ গেমসসমূহের অর্জনগুলোকে তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্যাটন উন্মোচনের পর কারাতে, তায়কোয়ানডো এবং উশুর খেলোয়াড়রা এক অনবদ্য ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।