শিরোনাম

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এমটিবি আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ভারতের বিভর আদাক পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ভারতের ফিদে মাস্টার গুরপ্রিত পাল সিং দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
আজ বুধবার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিন মাল্টি পারপাস হলে তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায় ভারতের বিভর আদাক নিজ দেশের অর্পন দাস (জুনিয়র) কে পরাজিত করেন। বিভর আদাক সাদা ঘুঁটি নিয়ে অর্পন দাসের ক্যারো-কান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ২৭ চালের মাথায় জয়ী হন।
মনন রেজা নীড় ভারতের ফিদে মাস্টার গুরপ্রিত পাল সিংকে পরাজিত করেন। মনন সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার গুরপ্রিত পাল সিংয়ের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলেন। ক্লাসিক্যাল বিশ্লেষন ধারার এ খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন ৪৭ চালের মাথায় গুরপ্রিত পাল সিংয়ের বিরুদ্ধে জয়ী হন।
ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে পরাজিত করেন। সাকলাইন কালো ঘুঁটি নিয়ে খন্দকার আমিনুল ইসলামের ইংলিশ ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৫ চালে জয়ী হন।
আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তমকে পরাজিত করেন। মিনহাজ কালো ঘুঁটি নিয়ে পেট্রোভ ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৫৩ চালে ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তমকে পরাজিত করেন।
আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল অমিত বিক্রম রায়কে পরাজিত করেন। আবু সুফিয়ান কালো ঘুঁটি নিয়ে অমিত বিক্রম রায়ের কিংস ইন্ডিয়ান এ্যাটাক পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৫ চালে জয়ী হন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা হতে একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা গুলো হলো : আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বনাম অর্পন দাস (জুনিয়র), ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ বনাম বিভর আদাক, ফিদে মাস্টার গুরপ্রিত পাল সিং বনাম ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন বনাম আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় এবং অমিত বিক্রম রায় বনাম ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম।