শিরোনাম

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস স্কুল কাবাডি টুর্ণামেন্ট-২০২৫।
দু’দিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পল্টনস্থ জাতীয় কাবাডি স্টেডিয়ামে।
এবারের প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বালক বিভাগে ৬টি ও বালিকা বিভাগে ৪টি স্কুল দল অংশ নিচ্ছে। টুর্ণামেন্টের সকল ম্যাচ নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো: সেলিম ফকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টের ফাইনাল।