শিরোনাম

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : নতুন বছরের আগে বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডকুর আর মাঠে নামা হচ্ছেনা বলে নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা।
গত সপ্তাহে ডকু পায়ে সমস্যা অনুভব করেন। যে কারনে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে প্রিমিয়ার লিগের জয়ের ম্যাচটিতে তিনি অনুপস্থিত ছিলেন।
এ সম্পর্কে গার্দিওলা বলেছেন আগামী তিন সপ্তাহের আগে তারকা উইঙ্গার ডকুর মাঠে ফেরার কোন সম্ভাবনা নেই। কবে নাগাদ তিনি ফিরতে পারেন এ সম্পর্কে গার্দিওলা বলেছেন, ‘অন্তত দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের থেকে ছিটকে গেছেন। হতে পারে নতুন বছরে সান্দারল্যান্ডের বিপক্ষে তাকে দেখা যেতে পারে।’
২০২৩ সালে ফরাসি ক্লাব রেনে থেকে ফেরার পর এবারই দারুনভাবে ধারাবাহিকতা বজায় রেখেছেন ডকু। আর এ কারনেই মৌসুমের মাঝামাঝিতে এসে ডকুর অনুপস্থিতিতে দু:শ্চিন্তায় পড়েছেন গার্দিওলা।
২৩ বছর বয়সী ডকু ইতোমধ্যে তিন গোল করা ছাড়াও পাঁচটিতে এ্যাসিস্ট করেছেন। তার সহায়তায় সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড আরো একটি সফল মৌসুমের দিকে এগিয়ে যাচ্ছেন।
ইনজুরির কারনে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচ ছাড়াও ডকু এই সময়ের মধ্যে ২০ ডিসেম্বর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ও ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টেরর বিপক্ষে খেলতে পারবেন না।