বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২৯

এককে টিকে আছেন গৌরব

ছবি : বাসস

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট বাংলাদেশের একমাত্র শাটলার হিসেবে টিকে আছেন গৌরব সিংহ।

প্রথমদিন কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের শাটলারদের জন্য ছিল মিশ্র একটি দিন। পুরুষ এবং নারী এককে আকিব সুলাইমান, শুভ খন্দকাররা নিজেদের প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচেই হেরে বসেন। আইমান ইবনে জামান, আল আমিন জুমারদের মতো জাতীয় শাটলাররাও প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি। এমনকি নারী এককে নাসিমা খাতুন প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে গেছেন। আজ দ্বিতীয় দিনের শুরুতেও ছিল একই চিত্র। জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ জিততে পারেননি। 

তবে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী গৌরব সিংহ কোয়ালিফিকেশন রাউন্ডে জিতে সেরা ৩২’ এ জায়গা করে নিয়েছেন। আজ বুধবার অস্ট্রেলিয়ান প্রতিযোগী পুস্কাল ইরু সুমাল্লা লাল-সুবজের প্রতিনিধি গৌরবের সামনে দাঁড়াতেই পারেননি। ২১-১২ ও ২১-১২ পয়েন্টে ম্যাচ জেতেন জাতীয় ব্যাডমিন্টনে তিনবারের চ্যাম্পিয়ন সিলেটের ছেলে গৌরব। ম্যাচ শেষে গৌরব সিংহ বলেন, ম্যাচটি জিততে পেরে আমি অনেক খুশি। সামনে আরও ভালো খেলে আরও জিতব। ইন্টারন্যাশনাল লেভেলটা অনেক হাই। কে কখন ভালো খেলবে সেটা বলা যায় না। একজন জিতবে, একজন হারবে। বাকিরা কেন হেরে গেছে বলতে পারব না। তবে আমি আজ ভালো খেলেছি তাই জিতেছি।‘ 

নিজের উন্নতি প্রসঙ্গে গৌরব জানান, ‘সাফ গেমস সামনে রেখে এখানে তিন মাসের দীর্ঘ প্রশিক্ষণের ভেতরে ছিলাম। নিয়ম-শৃঙ্খলার ভেতরে ছিলাম। আমাদের বিদেশি কোচ ছিল এবং এসব সুবিধা থাকার কারণে আমি উন্নতি করতে পেরেছি। কিভাবে আরও ফুল স্পিডে খেলা যায় সেসব নিয়ে কাজ করেছি। স্পিডিংয়ে একটু ঘাটতি ছিল। ১৬/১৭ পয়েন্টের পর আর ফাইট দিতে পারছিলাম না। সেসব নিয়ে পরে কাজ করেছি। উন্নতি করার চেষ্টা করেছি।’ 

আন্তর্জাতিক প্রতিযোগিতায় র‌্যাঙ্কিং কোনো বিষয় না উল্লেখ করে গৌরব বলেন, ‘এখানে সব খেলোয়াড়ই ভালো। এখানে আমরা কাউকে চিনি না। কারো সঙ্গে মুখোমুখি দেখাও হয়নি। তাই বলতে পারি, এখানে সবই নতুন প্রতিপক্ষ, অচেনা প্রতিপক্ষ এবং অবশ্যই ভালো। এক রাউন্ড জিতেছি এজন্য এখন আমি বেটারফিল করছি। এ জয় সামনের ম্যাচে আমাকে অনুপ্রেরণা জোগাবে। আমি দর্শকদের কাছে সেরা হতে চাই, দেশকে গর্বিত করতে চাই।’

এককেরে মতো ডাবসলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দুই ভাই সিফাত উল্লাহ গালিব এবং মোহাম্মদ সিবগাত উল্লাহ জুটি ভিয়েতনামের প্রতিযোগীর সামনে দাঁড়াতেই পারেননি। সরাসরি সেটে হেরে গেছেন। ২১-১৫ ও ২১-১২ পয়েন্টের ব্যবধানে হেরেছেন চট্টগ্রামের জনপ্রিয় এই জুটি।