শিরোনাম

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বহু বছরের ঐতিহ্য ধরে রেখে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস ক্রিকেট ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও তার ব্যতিক্রম ছিলনা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় টি-টোয়েন্টি ফরম্যাটে বিজয় দিবসের প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে জয়ী হয়েছে শহীদ মুশতাক একাদশ। ৩৮ রানে তারা পরাজিত করেছে শহীদ জুয়েল একাদশকে।
মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল এবং শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সালে প্রথম ঐতিহ্যবাহী এই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনীমূলক ম্যাচটিতে খেলে থাকেন দেশের সাবেক ক্রিকেটাররা। আজকের ম্যাচে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের দল মুশতাক একাদশ ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে মিনহাজুল আবেদীন নান্নুর জুয়েল একাদশের ইনিংস ১০০ রান গুটিয়ে যায়।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুশতাক একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। ২৭ বলে ৪২ রানের ইনিংস উপহার দিয়ে অপরাজিত ছিলেন তুষার ইমরান।
জুয়েল একাদশের হয়ে ৩ উইকেট শিকার করেন আবদুর রাজ্জাক। একটি করে উইকেট নিয়েছেন আনোয়ার হোসাইন এবং তারেক আজিজ খান।
জবাবে জুয়েল একাদশের জাভেদ ওমর বেলিম ফেরেন ৮ বলে ৩ রান করে। আরেক ওপেনার শাহরিয়ার নাফীস ৩৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রানে এবং ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের। ৪ উইকেট হারিয়ে ১০০ রানে থামে জুয়েল একাদশ।
মুশতাক একাদশের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান।
শহীদ জুয়েল একাদশ : শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), আবদুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির ও এনামুল হক মনি।
ম্যানেজার : রাকিবুল হাসান।
কোচ : গোলাম ফারুক সুরু।
শহীদ মোশতাক একাদশ : হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজ্জাদুল ইসলাম, জামাল বাবু।
ম্যানেজার : ফারুক আহমেদ।
কোচ : দীপু রায় চৌধুরী।