বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬

বাংলাদেশ আনসারের ঘরে জোড়া ট্রফি

ছবি : বাসস

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার পুরুষ ও নারী উভয় বিভাগে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ আনসার। 

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় নারী বিভাগে রেকর্ড ৬ষ্ঠবারের মতো এবং পুরুষ বিভাগে প্রথম শিরোপা ঘরে তুললো বাংলাদেশ আনসার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার। বিগত ৪টি বিজয় দিবস প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকলেও এবার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে আনসারের পুরুষ দল। পেন্ডুলামের মতো দুলতে থাকা খেলায় কখনও আনসার আবার কখনও বিজিবি এগিয়ে যায়। প্রথমার্ধ শেষে স্কোর দাড়ায় ১৩-১৩। দ্বিতীয়ার্ধও শুরু হয় সেই হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। খেলার শেষ বাশিঁ বাজার আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছিলনা কার হাতে শিরোপা উঠতে যাচ্ছে। শেষ পর্যন্ত মাত্র ১ গোলের ব্যবধানে শিরোপা উঠে আনসারের ঘরে। ২৭-২৬ গোলের জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মত ডাবল ট্রফি জয়ের কৃতিত্ব দেখালো বাংলাদেশ আনসার।

বিজিবির তাজু এবং আনসারের উচু দুজনেই নিজ নিজ দলের হয়ে সর্বোচ্চ ৮টি করে গোল উপহার দেন। আনসারের গোলরক্ষক আবির হোসেন (জার্সি-১২) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্যে দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশের। শুরু থেকেই প্রতিরোধ গড়ার চেষ্টা করে পুলিশ দলের খেলোয়াড়রা। তবে সময়ের সঙ্গে সঙ্গে আনসারের খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগত নৈপুণ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। প্রথমার্ধ শেষে আনসার এগিয়ে ছিল ১৮-১২ গোলে। দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতায় খেলতে থাকে আনসারের মেয়েরা। শেষ পর্যন্ত ৩৪-২৫ গোলের জয় নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপার স্বাদ পায় সার্ভিসেস দলটি।

আনসারের পক্ষে ইশমেতারা নিশি সর্বোচ্চ ৯টি গোল করেন। অপরদিকে ম্যাচের সর্বোচ্চ ১৩টি গোল আসে পুলিশের প্লেমেকার রুবিনার কাছ থেকে। পুরো প্রতিযোগিতা জুড়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ আনসারের ১০ নং জার্সিধারী আলপনা আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ফাইনাল শেষে প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।