শিরোনাম

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচ রবার্তো মার্টিনেজ আবারও কিংবদন্তী ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রশংসা করেছেন এবং দলে তিনি কেন এত গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা করেছেন।
৪০ বছর বয়সী রোনাল্ডো বর্তমানে সৌদি প্রো লিগে খেলছেন। তিনি ক্যারিয়ারে ৯৫০টি গোল করেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই তিনি নিশ্চিত করেছেন এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে ।
২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনাল্ডোর। এরপর থেকে তিনি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।
চলতি বছরের জুনে রোনাল্ডো পর্তুগালকে তাদের দ্বিতীয় উয়েফা নেশন্স লিগ শিরোপা জিততে সহায়তা করেন, যার ফলে এই প্রতিযোগিতায় সর্বাধিক শিরোপাজয়ী দেশ হয়ে ওঠে পর্তুগাল।
ক্যানাল ১১’এর টোটাল ফুটবল প্রোগ্রাম-এ অতিথি হিসেবে কথা বলতে গিয়ে মার্টিনেজ জাতীয় দলে রোনাল্ডোর প্রভাবের প্রশংসা করেন।
তিনি বলেন, “ক্রিস্টিয়ানো প্রতিপক্ষের ওপর কী প্রভাব ফেলে, সেটাই আমাদের দেখতে হবে। সে মাঠে থাকলে প্রতিপক্ষের দুইজন খেলোয়াড় কার্যত ব্যস্ত হয়ে পড়ে।”
“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যে জায়গা তৈরি করে, তা কাজে লাগানো এবং বক্সের ভেতরে তার অভিজ্ঞতা ব্যবহার করা। ক্রিস্টিয়ানোর সমস্যা হলো, সবাই তার ব্যাপারে মতামত দেয়, কিন্তু খেলা ঠিকমতো দেখে না।”
তিনি আরও বলেন, “আমরা সব খেলোয়াড়কেই সমানভাবে মূল্যায়ন করি। ক্রিস্টিয়ানোর বর্তমান মনোভাব উদাহরণযোগ্য। শুরুর একাদশের সব খেলোয়াড়ই প্রতিপক্ষের চাপে থাকে। আমাদের তার অবদানকে সম্মান করতে হবে। তিনি ২১ বছর ধরে জাতীয় দলের সঙ্গে আছেন। নতুন ও পুরোনো সব প্রজন্মের খেলোয়াড়দের কাছে ক্রিস্টিয়ানো যা পৌঁছে দেন, তা অনন্য। আমরা এটিকে স্বাভাবিক করে তুলতে চেয়েছি, কারণ এটি সম্মানের বিষয়।”
রোনাল্ডোর অভিষেকের আগে পর্তুগালের ঝুলিতে কোনো বড় শিরোপা ছিল না। কিন্তু দলে তার আগমনের পর তারা একবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দু’বার নেশন্স লিগ জিতেছে।