বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬

‘Believe. Belong. Become’ : ব্রিসবেন ২০৩২ অলিম্পিকের মূলমন্ত্র উন্মোচন

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকের আয়োজকেরা গেমসের আনুষ্ঠানিক মূলমন্ত্র উন্মোচন করেছেন : ÔBelieve. Belong. Become’ (বিশ্বাস রাখো। অন্তর্ভুক্ত হও। রূপান্তরিত হও)।

২০২১ সালের জুলাইয়ে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনকে অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, যার মাধ্যমে মেলবোর্ন ১৯৫৬ ও সিডনি ২০০০- এর পর তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় অলিম্পিক ফিরে আসছে।

এই স্লোগানটি নির্ধারণের প্রক্রিয়ায় ৬ হাজারেরও এর বেশি অস্ট্রেলিয়ান তাদের মতামত দিয়েছেন।

২০৩২ আয়োজক কমিটির প্রধান অ্যান্ড্রু লিভেরিস বলেন, এই মূলমন্ত্রটি গেমস কী প্রতিনিধিত্ব করবে, তার মৌলিক বিশ্বাসগুলোকে তুলে ধরে।

তিনি বলেন, “বিশ্বমঞ্চে আমাদের সময় এলে সেখানে আমাদের স্থানীয় বিশ্বাস, দৃঢ়তা ও মনোবল উজ্জ্বল হয়ে উঠবে। এর মাধ্যমে আমাদের অন্তর্ভুক্তির অনুভূতি উদযাপিত হবে এবং সবার সঙ্গে ভাগ করে নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “গেমসের এই উপহারের বদৌলতে আমরা আরও মহান একটি শহর, রাজ্য ও জাতিতে পরিণত হবো, যেখানে ভ্রমণ, বিনিয়োগ এবং অংশ নেওয়া আরও আকর্ষণীয় হবে।”

লিভেরিস জানান, ÒBelieveÓ ক্রীড়ার শক্তি ও অস্ট্রেলীয় চেতনার প্রতীক, আর ÒBelongÓ হলো ব্রিসবেনের সেই দৃষ্টিভঙ্গি যেখানে গেমসে সবাইকে স্বাগত জানানো হবে। ÒBecome  ব্রিসবেন, কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়ার জন্য অলিম্পিককে কাজে লাগিয়ে এক নতুন যুগে প্রবেশের সুযোগকে নির্দেশ করে।

২০৩২ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এরপর প্যারালিম্পিক হবে ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

তার আগে ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসে।