বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১

দুই গেমসে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা দিল বিওএ

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা এবং অর্থ পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। 

গতকাল সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে বিওএ’র বিদায়ী মহাসচিব সৈয়দ শাহেদ রেজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওএ’র নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, গেমসের শেফ দ্য মিশন, খেলোয়াড়,  প্রশিক্ষক, টিম অফিসিয়ালগণ।

গত ২২-৩১ অক্টোবর পর্যন্ত বাহরাইনে অনুষ্ঠিত ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে প্রথমবারের মতো বাংলাদেশ পুরুষ কাবাডি দল এবং বাংলাদেশ মহিলা কাবাডি দল বোঞ্জ পদক অর্জন করে। এছাড়া গত ৭-২১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস টেবিল টেনিস মিক্সড ডাবলসে খই খই সাই মারমা এবং মোঃ জাভেদ আহমেদ রৌপ্য পদক, ভারোত্তোলনে মার্জিয়া আক্তার ইকরা ক্লিন এন্ড জার্ক, স্ন্যাচ এবং কম্বাইন্ড ক্যাটাগরিতে মোট ৩টি ব্রোঞ্জ এবং উশুতে মোসাঃ শিখা খাতুন ব্রোঞ্জ পদক অর্জন করে। 
৩য় এশিয়ান ইয়ুথ গেমসে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত কাবাডি (বালক) এবং কাবাডি (বালিকা) দলকে ৮ লক্ষ করে মোট ১৬ লক্ষ টাকা এবং দলীয় কোচদের ৩.২০ লক্ষ টাকাসহ মোট ১৯.২০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে মিক্সড ডাবলসে পদকপ্রাপ্ত খই খই সাই মারমা ও মো: জাভেদ আহমেদকে ১.৫ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা এবং কোচকে ৬০ হাজার টাকা, ভারোত্তোলণে ৩টি ব্রোঞ্জ পদকপ্রাপ্ত মার্জিয়াকে ২ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা এবং কোচকে ১.২০ লক্ষ টাকা এবং উশুতে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শিখা খাতুনকে ২ লক্ষ টাকা এবং কোচক ৪০ হাজার টাকাসহ মোট ১৩.২০ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান গেমসে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, প্রশিক্ষক এবং দলের সাথে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন সকলের সহযোগিতায় বাংলাদেশে বিশ্বমানের আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার ব্যপারে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, আমরা যদি যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারি তবে খেলাধুলার মাধ্যমে একটি সুশৃঙ্খল দেশ ও জাতি গঠন করা সম্ভব হবে। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম তাঁর বক্তব্যে সকল ক্রীড়াবিদদের পদক অর্জনের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনায় অভিনন্দন জানান এবং বাংলাদেশে একটি বিশ্বমানের অলিম্পিক কমপ্লেক্স প্রতিষ্ঠার ব্যাপারে তিনি যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সহযোগিতা প্রদানের সদিচ্ছা সম্পর্কে সকলকে অবগত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিওএ’র মহাসচিব মোঃ জোবায়েদুর রহমান রানা। মহাসচিব পদকজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদকে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী সারা বছর ব্যাপী প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। 

৩য় এশিয়ান ইয়ুথ গেমসের শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর গেমসে অংশগ্রহণে অভিজ্ঞতা এবং ভবিষ্যতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ।

৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের শেফ দ্য মিশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ সেলিম ফকির দেশের খেলাধুলার মান উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।