শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আগামী বছর আইসিসি র্যাংকিংয়ে উন্নতি করতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আগামী বছর ২০টি ওয়ানডে ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। এই ২০ ম্যাচে ভাল করলে র্যাংকিংয়ে উন্নতির সুযোগ আছে টাইগারদের।
চলতি বছর ওয়ানডে ফরম্যাটে ভাল করতে পারেনি বাংলাদেশ। ৯ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে তারা।
সাফল্য না পাওয়ায় আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দশম স্থানে নেমে গেছে টাইগাররা। এতে ২০২৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা হুমকির মুখে পড়েছে।
আগামী বছর ওয়ানডেতে ভাল করার ব্যাপারে আশাবাদী মিরাজ। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশের (সিডব্লিউএবি) অল-স্টার্স ম্যাচের আগে মিরাজ বলেন, ‘এ বছর আমরা ওয়ানডে ফরম্যাটে ভাল খেলতে পারিনি। আমরা ধারাবাহিক ছিলাম না এবং নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছি।’
তনি আরও বলেন, ‘আগামী বছর ওয়ানডেতে আমাদের অনেক ম্যাচ আছে এবং পরপর বেশ কিছু সিরিজ আছে। সিরিজগুলো আমাদের ছন্দে ফিরতে এবং র্যাংকিংয়ে উন্নতি করার সুযোগ দেবে।’
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে র্যাংকিংয়ে উন্নতির উপর জোর দিয়েছেন মিরাজ। তিনি জানান, আমাদের প্রধান লক্ষ্য শীর্ষ আটের মধ্যে জায়গা করে নেওয়া।
তিনি বলেন, ‘আমাদের অনেক উন্নতি করতে হবে। কারণ আমরা জানি শীর্ষ আটে জায়গা করে নিতে আমাদের উন্নতি দরকার। বিশ্বকাপের আগে র্যাংকিংয়ে ভাল অবস্থায় থাকা গুরুত্বপূর্ণ। এজন্য ২০২৬ সাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর হবে।’
মিরাজ আরও বলেন, ‘আমি আশা করি, খেলোয়াড়রা নিজেদের মানসিকভাবে প্রস্তুত করবে। কারণ তারা জানে আগামী বছর আমাদের কতগুলো ম্যাচ খেলতে হবে।’